Breaking
26 Dec 2024, Thu

বালি পাথর তোলার অনুমতির দাবিতে সোমবার জেলাশাসক দফতরে ট্রাক ওর্নাস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

জেএনএফ ওয়েব ডেস্ক :-পুজোর আগে নদী থেকে বালি পাথর তোলার অনুমতির দাবিতে সোমবার জেলাশাসক দফতরে  জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওর্নাস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ সেপ্টেম্বর পর্যন্ত কোন নদী থেকে বালি তোলা যাবে না। নির্দেশিকা পেয়ে জেলা প্রশাসন সক্রিয় হয়ে উঠেছে। জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক  ওর্নাস ওয়েলফেয়ার আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জিব ঘোষ বলেন করোনার কারণে রুটিরুজিতে টান পরেছে সকলের। এর জেরে বিপাকে পরেছেন বালি পাথরের সঙ্গে যুক্ত থাকা ট্রাকের চালক, কর্মী এছাড়া মালিক পক্ষরা। এদিন জেলাশাসক দফতরে  নিজেদের দাবি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এভাবে চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন তারা‌। উপস্থিত ছিলেন  তরুণ নাগ, সুবীর দাস, বিশ্বজিৎ মিত্র, বুলবুল আলম সহ  আসোসিয়েশনের অন‍্যান‍্যরা।

Developed by