অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের সময় নদী পারাপারের সময় জলে তলিয়ে মৃত্যু এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার কমলা রাজ বংশী(৩০)। সে নেপালের মেচিডারা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে শনিবার গভীর রাতে চোরাচালানকারীদের তিন জনের একটি দল নেপাল থেকে ভারতে প্রবেশের সময় মেচি নদীতে থাকা চোরা গর্ত পড়ে যায় ওই মহিলা। যদিও বাকীরা সাঁতার কেটে নদী পার হয় যায়। এরপর এদিন সকালে সীমান্তের ৫৫ নম্বর পিলারের সামনে মৃতদেহটি ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন খড়িবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলা সাঁতার কাটতে জানতেন না। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।