Breaking
1 Nov 2024, Fri

পাস করা সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আন্দোলন জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে

জেএনএফ ওয়েব ডেস্ক :-পাস করা সমস্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আন্দোলন জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে। শনিবার পাস করা ছাত্র ছাত্রীদের ভর্তির দাবি সহ পাঁচ দফা দাবিতে কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন  তৃনমুল ছাত্র পরিষদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়ায় আনন্দ চন্দ কলেজে।  অর্নাস কোর্সের ২০ শতাংশ আসন সংখ্যা বৃদ্ধি ,  3rd সেমিস্টার ও 5th এর ভর্তির অর্থ কমানো এবং  মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া সহ একাধিক দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে চলছে বিক্ষোভ। আনন্দ চন্দ্র কলেজের  তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি অরিজিৎ সেন  অভিযোগ করেন  অধ্যক্ষ প্রতিদিন দেড়ি  করে কলেজে আসেন। তাতে কলেজের সমস্ত কাজের ক্ষতি হয়। সেই নিয়েও এদিন কলেজে বিক্ষোভ দেখায় ছাত্ররা। এই বিষয়ে কলেজ অধ্যক্ষ দেবাশিস দাস ছাত্রদের দাবি দাওয়া গুলো   পরিচালনা সমিতিকে অবগত করবো। তিনি বলেন আগে থেকে ডেপুটেশন দেওয়ার বিষয়ে আগে থেকে কিছু জানায়নি ছাত্র রা। তবে কলেজের অধ্যক্ষের বিভিন্ন কাজ এবং মিটিং থাকে । তারপর ও ছাত্র ছাত্রীদের সময় দেওয়া হয়।

Developed by