জেএনএফ ওয়েব ডেস্ক :-হাইকোর্টের নির্দেশে জামিন হলো বিজেপির মন্ডল সভাপতির। নদীয়ার ভীমপুর থানার জেড পি ২১ এর বিজেপির মন্ডল সভাপতি মানিক সরকারকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার তার জামিন হয়। আজ নদীয়ার কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে থেকে তাকে ছাড়া হয়। সংশোধনাগারের গেটের সামনেই মন্ডল সভাপতি মানিক সরকার কে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলেন বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা।