জেএনএফ ওয়েব ডেস্ক :-স্থানীয়দের রেল অবরোধ সকাল ছয়টা থেকে প্রায় তিন ঘন্টা।নবদ্বীপ এর ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট এর মাঝে একটি রেলের আন্ডারপাস রয়েছে যেখান থেকে বর্ধমান নবদ্বীপের বহু মানুষ যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে কোমর জল হয়ে যায়। গতকালের ভারী বৃষ্টি হওয়ার কারণে জল গলা পর্যন্ত চলে যায়। গতকাল সন্ধ্যায় নিতাই নগর এর বাসিন্দা হরিপদ কর্মকার সাইকেল নিয়ে ওই আন্ডার পাশ দিয়ে যাচ্ছিলেন অনেকটা জল থাকায় তিনি বুঝতে পারেন নি আজ সকালে তার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ রেল অবরোধ করে। স্থানীয় মানুষ থেকে শুরু করে স্থানীয় বাবলারি পঞ্চায়েত প্রধানের দাবি ওই আন্ডারপাসে জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই বিপত্তি। দুঃস্থ এই পরিবারটির ছোট্ট একটা সাইকেলের দোকান ছিল অস্থায়ী জায়গায়। পরিবারের একজন কে চাকরি এবং ওই আন্ডারপাসের জল নিকাশি ব্যবস্থা করার দাবি তুলে রেল অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। রেল পুলিশ নবদ্বীপ থানার পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক চলছে।