Breaking
26 Dec 2024, Thu

মাথাভাঙ্গা এনবিএসটিসির বাস টার্মিনাস ও ডিপো পরিদর্শন করলেন এনবিএসটিসির চেয়ারম্যান

জেএনএফ ওয়েব ডেস্ক :- মাথাভাঙ্গা এনবিএসটিসির বাস টার্মিনাস ও ডিপো পরিদর্শন করলেন এনবিএসটিসির নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন মাথাভাঙ্গা শিব মন্দিরে পুজো দিয়ে পরিদর্শনে বের হন তিনি।
জানা গেছে, মাথাভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড়ে বেহাল অবস্থা থাকা এনবিএসটিসর বাস টার্মিনাস পরিদর্শন করেন। দুর্গপুজোর আগেই টার্মিনাসে টিকিট কাউন্টার বসানোর নির্দেশ দেন মাথাভাঙ্গার এনবিএসটিসির ডিপো ইনচার্জকে। তারপরই চলে যান কলেজ মোড়ে থাকা এনবিএসটিসির ডিপোতে। সেখানে গিয়ে তৈরি হতে থাকা নতুন ওয়ার্কশপটি পরিদর্শন করেন। পাশাপাশি ফুয়েল মেশিন থেকে কিভাবে তেল বের হচ্ছে আর কিভাবে হিসাব রাখা হচ্ছে তাও তিনি খতিয়ে দেখেন।
এরপর এনবিএসটিসির নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, টার্মিনাসে পুজোর আগেই টিকিট কাউন্টার খোলা হবে। সবুজের হাতছানি প্রজেক্টটি যাতে মাথাভাঙ্গাতেও চালু করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। টারর্মিনাসে কিছু সমস্যা রয়েছে পৌরসভার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে।
তিনি আরও বলেন,সাধারণ মানুষের সুবিধার জন্য এই বাস পরিষেবা, এই পরিষেবাটিকে যাতে সাধারণ মানুষকে আরও ভালো ভাবে পরিষেবা দেওয়া যায় তার সু-ব্যবস্থা করা হবে।

Developed by