জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওএসডি জানান, ৪১ জনের নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছিল, শুধুমাত্র ৩ টি শিশুর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস ও বাকি আরও ৩ টি শিশুর মধ্যে আরএসবি ভাইরাস পাওয়া গেছে। বাকি কোন ধরনের সমস্যা শিশুদের মধ্যে নেই। পাশাপাশি যেসব ভাইরাস শিশুদের মধ্যে পাওয়া গেছে তা খুবই স্বাভাবিক ভাইরাস।এতে তেমন কোনো দুশ্চিন্তার কারণ নেই বলে তিনি জানান। তারা সুস্থ হয়ে বাড়িও চলে গিয়েছে বলে জানান ওএসডি। সাধারণত এই সময় শিশুদের মধ্যে এই সকল ভাইরাসের প্রকোপ এমনিই হয়ে থাকে। তবে এর জন্য স্পেশাল ট্রিটমেন্ট বা আলাদা বিশেষ চিকিৎসার কোন প্রয়োজন হয় না। সাধারন চিকিৎসাতেই তা সেরে যায় বলে দাবি ওএসডির। গত ২০১৭, ২০১৮, ও ২০১৯ বর্ষের হিসাবে জলপাইগুড়িতে অনেক কম শিশু ভর্তি রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সারা উত্তরবঙ্গ শুধু নয়, সারা রাজ্য জুড়ে এ ধরনের বিভিন্ন সমস্যায় হাসপাতালে শিশুরা ভর্তি রয়েছে। বাড়িতে যে কোন ধরনের সমস্যা হলেই তৎক্ষণাৎ হাসপাতলে শিশুদের আনার পরামর্শ দিয়েছেন ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়।
বাইট:- ডঃ সুশান্ত কুমার রায় (উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক OSD)