Breaking
26 Dec 2024, Thu

জলপাইগুড়িতে একশ্রেণীর ফল ওয়ালারদের জন্য স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না- এই অভিযোগে বৃহস্পতিবার দিনবাজারের ব্যবসায়ীদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়িতে একশ্রেণীর ফল ওয়ালারদের জন্য স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না- এই অভিযোগে বৃহস্পতিবার দিনবাজারের ব্যবসায়ীদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন থেকে তারা এখানে ব্যবসা করছেন। তাদের স্থায়ী দোকান রয়েছে এখানে। কিন্তু আজকাল ঠেলায় করে বেশ কিছু ফল ওয়ালারা তাদের দোকানের মুখ প্রায় বন্ধ করে রাখছেন। কোনো ক্রেতা তাদের দোকানে ঢুকতে পারছেন না। পাশাপাশি দিনের বেলায় চলে গাঁজার আসর বলে অভিযোগ। কিছু বলতে গেলে তারাই উল্টে গালিগালাজ করছেন ব্যবসায়ীদের বলেও অভিযোগ। পাশাপাশি এদিন একজন ব্যবসায়ীর গায়ে হাতও দিয়েছেন এক ফল ওয়ালা বলেও অভিযোগ। এ সমস্ত কারণে এ দিন দিনবাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। কিছুক্ষণ পর জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একজন ফল ব্যবসায়ীকে আটক করা হয়। অবরোধমুক্ত হয় রাস্তা।

Developed by