জেএনএফ ওয়েব ডেস্ক :- কথা মতো রাস্তা সংস্কারের কাজ শুরু করল জলপাইগুড়ি পুরসভা। আগেই পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল, পুজোর আগেই ভাঙ্গা রাস্তা মেরামত করা হবে। সে অনুযায়ী কাজ শুরু হয়েছে জলপাইগুড়ি শহরে। পাশাপাশি 23, 24, 25 নম্বর ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। শহরের বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া রাস্তাগুলোর জন্য মেরামতের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। মেরামতের জন্য পাঁচ লক্ষ টাকা ধার্য হয়েছে বলে জানান তিনি। এছাড়া গৌড়ীয় মঠের পাশদিয়ে করলা সেতুর ওপর দিয়ে শনি মন্দিরের দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা সংস্কার খুব দ্রুত শুরু করা হবে এসজেডিএর পক্ষ থেকে বলে জানিয়েছেন সন্দীপ বাবু।