Breaking
24 Dec 2024, Tue

উত্তরবঙ্গে স্ক্রাব টাইফাস ও জাপানি এনসেফ্যালাইটিসের হানা

জেএনএফ ওয়েব ডেস্ক  :- উত্তরবঙ্গে স্ক্রাব টাইফাস ও জাপানি এনসেফ্যালাইটিসের হানা । উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য মহল। প্রতিদিন  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহু শিশু ভর্তি । জানাগেছে সম্প্রতি তাদের মধ্যে ৬৫ জনের নমুনা কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই সেই নমুনার রিপোর্ট আসে আজ। মেডিকেল সূত্রে খবর জলপাইগুড়ির মোট 49 জন শিশুর নমুনা পাঠানোর পর এই রিপোর্ট আসে। তবে আচমকাই নতুন করে উত্তরবঙ্গ জুড়ে শিশুদের এই ধরনের সংক্রমণে উদ্বিগ্ন বাড়ছে জেলা স্বাস্থ্য মহলে।এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা জানান, যাদের নমুনা পাঠানো হয়েছিল তাদের মধ্যে জলপাইগুড়ির ১ জন শিশুর জাপানি এনসেফালাইটিস, ১ জনের ডেঙ্গু ও অন্যদিকে দার্জিলিং জেলার ৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত। ৬ জন শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে।

Developed by