Breaking
23 Dec 2024, Mon

গয়েসপুরের বাসিন্দাদের স্বস্তি দিয়ে নতুন করে চালু হলো গয়েশপুর পুলিশ ফাঁড়ি

জেএনএফ ওয়েব ডেস্ক :-গয়েসপুরের বাসিন্দাদের স্বস্তি দিয়ে নতুন করে চালু হলো গয়েশপুর পুলিশ ফাঁরি।রাণাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাস  জানান অনেক দিন ধরে নদিয়ার গয়েশ পুরে ভঙ্গুর অবস্থায় বন্ধ হয়েছিল গয়েশ পুর পুলিশ ফাঁরি । ফলে সমস্যায় পরতে হচ্ছিল গয়েশপুরের সাধারণ মানুষদের । সাধারণ কোনো জি ডি করত্ হলেও যেতে হতো ঐ কল্যানী পুলিশ স্টেশনে । তাই গয়েশপুরের সাধারণ মানুষের কথা ভেবে আজ থেকে আবার গয়েসপুরের ফাঁরি চালু করা হলো । তিনি আরোও জানান এই ফাঁরিতে সাধারণ মানুষরা জি ডি করতে পারবেন ।এখানে পুলিশ অফিসার দের একটি টিম সহ গারিও রাখা হবে । এবং পরে এই ফাঁরিতে এই এলাকার সিসিটিভি কন্টোল গুলিও আনা হবে এবং ভবিষ্যতে এটিকে পুলিশ স্টেশনে রুপান্তরিত করা যেতে পারে ।

Developed by