Breaking
24 Dec 2024, Tue

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকামনায় এবং ভবানীপুরে উপনির্বাচনে জয় নিশ্চিত করতে  মায়াপুর ইসকন মন্দিরের নৃসিংহদেবের পুজো দিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু

জেএনএফ ওয়েব ডেস্ক:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলকামনায় এবং ভবানীপুরে উপনির্বাচনে জয় নিশ্চিত করতে আজ নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের নৃসিংহদেবের কাছে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে পুজো দিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। এদিন উপবাস করে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে গিয়ে মন্দিরে আরথি থেকে শুরু করে বিশেষ পূজার্চনা করলেন ইসকন পুরোহিতেরা। সশরীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির না থাকতে পারলেও তার প্রতিকৃতি এনে আরথি থেকে শুরু করে বিশেষ পূজা পাঠ সবি সারলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর লড়াইয়ের সাথী রিক্তা কুন্ডু। এ বিষয়ে রিক্তা দেবি জানান, বাংলার মুখ্যমন্ত্রী যিনি প্রতিটা মানুষের কথা সবসময় ভাবেন তাই তার মঙ্গল কামনায় এবং ভবানীপুর উপ নির্বাচনে যাতে তিনি জয়লাভ করেন সেই কারণে তার ছবি নিয়ে নৃসিংহদেবের কাছে বিশেষ পুজা সহ ইসকনের রাধামাধব এবং পঞ্চতত্ত্বের কাছে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

Developed by