জেএনএফ ওয়েব ডেস্ক :গৃহবধূর ও তার বাবার বাড়ির লোকজন মিলিতভাবে শাশুড়ি কে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়*। এমনই ঘটনায় জড়িত অবস্থায় এক বয়স্ক মহিলা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানায় হাজির হয়ে ওই গৃহবধূর নামের লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে করুন কন্ঠে জানান তার একমাত্র ছেলের পুত্রবধূ শিল্পী বিশ্বাস ও তার পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় তার ছেলে নিরুদ্দেশ তিনি নিরুপায় অবস্থায় করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা আসংখ্যা তারপর পুত্রবধূ ও তার পরিবার মিলিতভাবে তার প্রাণনাশ ঘটাতে পারে তাই তিনি লিখিত অভিযোগ জানিয়ে পুরো ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।