জেএনএফ ওয়েব ডেস্ক :-জলপাইগুড়ি পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে বুধবার পুরসভার ৫নম্বর ওয়ার্ডে ভ্যাকসিনেশন শিবির হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন,, পাঁচ নম্বর ওয়ার্ডে ভ্যাকসিনেশনের সেন্টার হয়েছে মাড়ওয়ারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। ১৮ থেকে ৪৪ বছর বয়স যাঁদের তাঁদেরকে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পুরসভার ২৫টি ওয়ার্ডেই ভ্যাকসিনেশনের দেওয়া শুরু হয়েছে। পুরসভার ২৫টি ওয়ার্ডে ধাপে ধাপে ভ্যাকসিনেশন চলছে। ১৮থেকে ৪৪ বছর পর্যন্ত। কোভিড স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্যাকসিন পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ১৮ থেকে ৪৪ বছরের জন্য ২০০ ডোজ দেওয়া হচ্ছে।