Breaking
23 Dec 2024, Mon

লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার জীবন্ত লক্ষ্মী কে বসিয়ে অভিনব উদ্যোগ মাথাভাঙ্গায়

জেএনএফ ওয়েব ডেস্ক :-লক্ষীর ভান্ডার প্রকল্পে এবার জীবন্ত লক্ষ্মী কে বসিয়ে অভিনব উদ্যোগ মাথাভাঙ্গায়। আজ দুয়ারে সরকার প্রকল্পের শেষ দিন আর এই শেষ দিনে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মাথাভাঙ্গা পৌরসভার পক্ষ থেকে। মাথাভাঙ্গা শহরের গার্লস হাইস্কুলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কর্মসূচিতে জীবন্ত লক্ষ্মীকে বসিয়ে নেওয়া হয় এই উদ্যোগ, আর এদিন লক্ষ্মীর ভান্ডার কর্মসূচি পরিদর্শনে আসেন মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত কুমার হাজরা। মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিককেও দেখা যায় লক্ষীর পাশে বসে লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম দেখাশোনা করতে।মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা মাথাভাঙ্গা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান। মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক বলেন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে এবং মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে জীবন্ত লক্ষ্মী কে বসানো হয়েছে।

Developed by