Breaking
24 Dec 2024, Tue

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক

জেএনএফওয়েব ডেস্ক :-নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা দুই নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফা বাড়ি গ্রামের নদীয়া পাড়া এলাকায়। জানা যায়, বুধবার নদীতে বন্ধু বান্ধব দের সাথে তোর্ষা স্নান করতে আসে বছর ১১র অনুপ বর্মন। তার বাড়ি পাশের গ্রামের লতাপাতা বৌল পাড়ি এলাকায়।স্থানীয়রা দীর্ঘ দুই ঘণ্টা খোঁজার পরেও খোজ মিলেনি এর পরেই প্রশাসন এর ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকাবাসী। এরপর ঘটনাস্থলে পৌঁছান ঘোকসা ডাঙ্গা থানার ওসি অজিত কুমার শা । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

অনুপ এর বাবা আলোক বর্মন বলেন, তার ছেলে দু ঘণ্টা হয়ে গেল অথচ উদ্ধারকারী দল এসে পৌঁছায়নি ।

এই খবর লেখা পর্যন্ত নাবালক কে এখনো উদ্ধার করা সম্ভব হয় নি উদ্ধারকার্য চালাচ্ছেন স্থানীয়রা।

Developed by