জেএনএফ ওয়েব ডেস্ক : সর্বভারতীয় ‘ট্যুরিজিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র নতুন কমিটিতে দায়িত্ব পেলেন ঝাড়গ্রামের তিনজন। তাঁরা হলেন শিবাশিষ চট্টোপাধ্যায়, মধুসূদন কর্মকার এবং অরিন্দম দত্ত। ভারতবর্ষের ১৫টি রাজ্যের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। কোভিড কালে পর্যটন ব্যবসাকে ঘুরে দাঁড়ানোর জন্য বিকল্প পথ দেখিয়েছিলেন ‘ট্যুরিজিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। রেজিস্টার্ড এই সংগঠনের পথ চলা শুরু হয় ২০২০ সালের ৬ অক্টোবর। মঙ্গলবার কলকাতায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর ‘প্রেস ক্লাবে’এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মানস মহাপাত্র এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছেন ৩২ জন। সর্বভারতীয় ‘ট্যুরিজিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র নতুন কমিটিতে সংগঠনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুসূদন কর্মকার, ঝাড়গ্রাম জোনাল কমিটির কনভেনর হিসেবে নির্বাচিত হয়েছেন অরণ্য সুন্দরী গেস্টহাউসের কর্ণধার শিবাশিষ চট্টোপাধ্যায় এবং যাঁর হাত ধরে ঝাড়গ্রামে পর্যটন ব্যবসার প্রসার এবং পর্যটকদের নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়া অরিন্দম দত্তকে সংগঠনের সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।