জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার অধিকারি স্টেশনে চলন্ত ট্রেনের জানালা থেকে পড়ে আহত এক শিশু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ওই আহত শিশুর নাম আরমান নেগী(৪)। গরুবাথানের বাসিন্দা। জানা গিয়েছে যে কেপিটাল এক্সপ্রেস ০৩২৪৮ আপে S 7 কামরায় পাটনা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। সেই সময় ওই শিশুটির মা জল খাচ্ছিল। তখন আচকাই এমারজেন্সি জানালা দিয়ে পড়ে ওই শিশুটি। এরপর ট্রেনের এমারজেন্সি চেন টেনে দাঁড় করায়। এবং তরীঘরী ওই শিশুকে উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রেফার করে দেয়।