Breaking
25 Dec 2024, Wed

জল নিকাশির ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

জেএনএফ ওয়েব ডেস্ক :-জল নিকাশির ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের জল যন্ত্রণার সমস্যা মেটাতে গিয়ে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলেরই ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতের। উল্লেখ্য দোগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমরপল্লী গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে একটু বৃষ্টি হলেই মাজা সমান জল জমে যায়। ওই গ্রামে বসবাসকারী প্রায় 800 পরিবার জল যন্ত্রণায় দীর্ঘ কয়েক বছর ধরে ভুগছেন। গ্রামের মেম্বারদের অভিযোগ তাদের এই দীর্ঘদিনের সমস্যার কথা প্রশাসনিক বিভিন্ন মহলে জানানো সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। পৌরসভাকেউ জানিয়েও কোনো লাভ হয়নি, দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে জমা জল পচে গিয়ে জীবাণু ছড়াচ্ছে। এছাড়াও পানীয় জলের অভাবে ভুগছে প্রত্যেকটি পরিবার। মজা জল থেকে বিভিন্ন রকমের সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটি পরিবারের শিশু থেকে শুরু করে বয়স্করা। মঙ্গলবার জমা জল নিষ্কাশন করতে উদ্যোগ নেয় গ্রামের মেম্বার সহ গ্রামবাসী। অভিযোগ জল নিষ্কাশন এর সময় কাজে বাধা দেয় পৌরসভার বিভিন্ন লিডাররা, পুলিশ নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা পৌরসভার বিরুদ্ধে নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলে গ্রামবাসীরা। অভিযোগ পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনদিন নিকাশি ব্যবস্থার সদিচ্ছা গ্রহণ করেনি কিন্তু কাজে বাধা দেয় কি করে। স্বভাবতই এ ঘটনায় গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভের পথে হাঁটবে বলেও জানান গ্রামবাসীরা।

Developed by