Breaking
26 Dec 2024, Thu

ঘোকসাডাঙ্গায় বিভিন্ন দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিককে ডেপুটেশন আশা কর্মীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- মাসিক বেতন ২১ হাজার টাকা সহ বিভিন্ন দফা দাবি নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচকে স্মারকলিপি জমা করল ব্লকের আশাকর্মীরা। মঙ্গলবার দুপুরে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে জমায়েত হয়ে মিছিল করে ওই আশা কর্মীরা বাজার পরিক্রমা করে মাথাভাঙ্গা ২ ব্লকের, ঘোকসাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেপুটেশন দেন। আজকের এই ডেপুটেশনে ব্লকের শতাধিক আশা কর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের দাবি, আশা কর্মীরা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরবরাহ, বকেয়া দুমাসের করোনা পরিস্থিতিতে তাদের কাজের পারিশ্রমিক, আশা কর্মীদের উপর হয়রানির প্রতিবাদে, তাদের মাসিক ২১ হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় বলে জানা যায়।
এদিন বিষয়ে আশা কর্মীদের মধ্যে গোলাপি বর্মন জানান, আমরা আজ চারটি বিষয়ের উপর দাবি জানিয়েছি। সেগুলি হল আশা কর্মীরা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরবরাহ, বকেয়া দুমাসের করোনা পরিস্থিতিতে তাদের কাজের পারিশ্রমিক, আশা কর্মীদের উপর হয়রানির প্রতিবাদে, আমাদের মাসিক ২১ হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। ৪ দফা দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়। তিনি আশ্বাস দেন আমরা ওই দাবিদাবা গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব বলে জানিয়েছেন তিনি।
এদিন এবিষয়ে বিএমওএইচ ডক্টর সুভাষ চন্দ্র গায়েন জানিয়েছেন, আশা কর্মীরা তাদের বিভিন্ন দফা দাবি নিয়ে তার নিকট স্মারকলিপি জমা দিয়েছেন, তিনি বিষয়টি সিএমওএইচকে জানাবেন।

Developed by