জেএনএফ ওয়েব ডেস্ক :-নমঃশূদ্রদের পক্ষ থেকে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা বাজার সংলগ্ন মাড়োয়ারি ভবনে। এই সভায় বিভিন্ন সমস্যা ও তাদের সমাধানের উপায় সম্পর্কে আলোচনা হয়। কোচবিহার জেলার বিভিন্ন সদস্যদের নিয়ে এদিনের সাংগঠনিক সভা সংঘটিত হয়।
এই আলোচনা সভার পর অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের অবজার্ভার রঞ্জিত সরকার জানান, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে থেকে উত্তরবঙ্গ বিভাজনের কথা শুনতে পাচ্ছি। যদি কেন্দ্র সরকার এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে তাহলে নমঃশূদ্র মতুয়া সংগঠন তার তীব্র প্রতিবাদ করবে।’
তিনি আরো বলেন, ‘ উন্নয়নমূলক বিভিন্ন কাজের দাবি উঠেছে সেই সকল দাবি নিয়ে আমাদের আজকের এই সাংগঠনিক আলোচনা। নমঃশূদ্র সম্প্রদায়ের লোকেদের ডকুমেন্টের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তবে সহজেই ডকোমেন্ট সংশোধন অথবা নতুন করে বের করার জন্য দুয়ারে সরকার কর্মসূচিকে সাধুবাদ জানাই এতে সকলেই উপকৃত হচ্ছে।’