Breaking
23 Dec 2024, Mon

ভুয়ো আইপিএস ভুয়ো পুলিশ অফিসারের পরে এবার ভুয়ো আত্মীয় সেজে লক্ষাধিক টাকা আত্মসাৎ

জেএনএফ ওয়েব ডেস্ক :-ভুয়ো আইপিএস ভুয়ো পুলিশ অফিসারের পরে এবার ভুয়ো আত্মীয় সেজে লক্ষাধিক টাকা আত্মসাৎ এর ঘটনা ঘটলো নদীয়ার কৃষ্ণগঞ্জ এর দুর্গাপুরের পুকুরপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা অমর বিশ্বাস পেশায় একজন কৃষক। তার বড় ছেলের বিয়ে দেন হাঁসখালি গাজনা কমলপুরে, হঠাৎই মেয়ের কাকা সেজে অমল বিশ্বাসের বাড়িতে আসে এক ব্যক্তি পরিচয় দেয় আমি মেয়ের কাকা। সেই মতই অমর বিশ্বাস খুবই আদর এবং সমাদর করে ওই ব্যক্তিকে বৌমা অদিতি শশুর মশাই কে জানাই আমি কোনদিনই আমার কাকাকে দেখে নি তবে শুনেছি। সেই মতই কাকা কে কাছে পেয়ে আনন্দে আত্মহারা অদিতি, এরপর থেকে শুরু হয় টাকা আত্মসাৎ এর ফাঁদ তৈরি করা। অমর বাবু একজন কৃষক হয়েও পাকা ঘর করে উঠতে পারিনি। কাকা রুপি ওই ব্যক্তি অমলবাবুর মনে আশা জাগায় আমিতো আছি অর্থের চিন্তা কিসের। পাকা বাড়ি তৈরি করুন আমি টাকা পয়সা দেব, অমলবাবু বললেন আমার জমিতে চাষ করা পাঠ বেঁচে কিছু টাকা জোগাড় করতে পারব। ওই কাকা রুপি ব্যক্তি অমলবাবুর বাড়িতে আসার পরেই ঠিক ১২ দিন পরে অমর বাবু পাট বিক্রি করে এক লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও বেশ কিছু টাকা সুদে ধার করেন, সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৩০০০০ টাকা একটি বাক্সের মধ্যে রেখে দেয়। হঠাৎই ছদ্দবেশী বিয়াই অমল বাবুকে বলেন আমাকে দু দিনের জন্য বনগাঁ যেতে হবে সেই মতই অমর বাবু ছদ্দবেশী বিয়াই কে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। বাড়িতে ফিরে দেখে তার বাক্সতে রাখা দু লক্ষ ৬০ হাজার টাকা সহ একটি মোবাইলের সিম নেই। অমর বাবুর সন্দেহ ছদ্দবেশী বিয়াই ছাড়া এই ঘটনা কেউ ঘটাতে পারে না। এরপরে ওই ব্যক্তিকে ফোন করে অমর বাবু একাধিকবার ফোন করলেও ফোনের সুইচ অফ থাকাতে মাথায় হাত অমর বাবুর। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জানাতে যান অমর বাবু। কিন্তু অমর বাবুর অভিযোগ জমা নেয়নি কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, এর পরেই মানসিক দুশ্চিন্তায় বারেবার আত্মহত্যা করার চেষ্টা করে অমর বিশ্বাস। স্বভাবতই এই ধরনের প্রতারণার ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি পুলিশ কেন কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না এ নিয়েও প্রশ্ন তুলেছেন অমর বাবুর পরিবার। অমর বাবুর পরিবারের লোকজনেরা জানান, বাবলু নামে পরিচয় দিয়েই বাড়িতে এসেছিলেন ওই ব্যক্তি। তবে এত বড় জালিয়াতির চক্র করবে তা কখনো ভেবে ওঠা সম্ভব হয়নি।

Developed by