Breaking
25 Dec 2024, Wed

সরকারি বিধি নিষেধ মেনে রাধা অষ্টমী উৎসব পালন নদিয়ার মায়াপুরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-আজ রাধাষ্টমী সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে রাধা অষ্টমী উৎসব পালন নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে। প্রথা অনুযায়ী প্রত্যেক বছরই ধুমধামের সাথে পালিত হয় রাধাষ্টমী মহোৎসব মায়াপুর ইসকন মন্দিরে। গত বছরেও করোনার বিধি-নিষেধ জারি থাকায় কোনরকমে পালিত হয় রাধা অষ্টমী মহোৎসব। এ বছরও করোনার বিধি-নিষেধ জারি থাকায় প্রথা অনুযায়ী সাধারণভাবে পালিত হচ্ছে রাধা অষ্টমী মহোৎসব মায়াপুর ইসকন মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানাযায়, দূর দুরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ মন্দিরে প্রবেশ করছে তাদের প্রত্যেককেই হাতে স্যানিটাইজার এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়াও মন্দির চত্বরে জায়েন্ট স্কিন লাগানো হয়েছে যাতে ভক্তবৃন্দ রা জায়েন্ট স্কিনের মাধ্যমে রাধাষ্টমীর মহোৎসব দেখতে পারে। মঙ্গলবার সকাল থেকেই  মায়াপুর ইসকন মন্দিরে রাধাষ্টমী উপলক্ষে চলছে নাম সংকীর্তন। এছাড়াও গোটা মন্দির চত্বর বিভিন্ন সজ্জায় সজ্জিত করা হয়।

Developed by