Breaking
26 Dec 2024, Thu

জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে সোমবার সন্ধ্যায়  পরিদর্শনে এলেন ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার

জেএনওয়েব ডেস্ক:-জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে জ্বর নিয়ে একসাথে শতাধিক শিশুর ভর্তি হওয়াকে হালকাভাবে নিতে চাইছে না জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর শিশু বিভাগ পরিদর্শনের পর উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়ের উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ৫ জনের বিশেষজ্ঞ ডাক্তার এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন। পাশাপাশি ওএসডির সাথে বৈঠক হয় তাদের। ওএসডি জানান বিষয়টি আমরা একেবারেই হালকাভাবে নিতে চাইছি না, যদিও শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। তবুও চিকিৎসায় আমরা ফাক রাখতে চাইছিনা বলে জানান তিনি। পাশাপাশি এদিন সন্ধ্যায় জেলার সমস্ত ব্লকের বিএমওএইচ দের সাথে বৈঠক করেন তিনি। এবং স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন সমস্ত এলাকায় শিশুদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনে চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে।

Developed by