Breaking
1 Nov 2024, Fri

বেআইনি ভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নাগরের নতুন হাট এলাকায় বেআইনি ভাবে আধার কার্ড তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার রায়গঞ্জ থানার নাগর এলাকার একটি দোকানে হানা দিয়ে বেশ কিছু জাল আধার কার্ড, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার উদ্ধার করে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাল আধার কার্ড তৈরির চক্রের সাথে জড়িত নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।জানা গেছে, বেশ কিছুদিন থেকে নাগরের নতুন হাট এলাকায় বেআইনি ভাবে আধার কার্ড তৈরি করার কাজ চালাচ্ছিল কয়েকজন প্রতারক। অভিযোগ পাওয়ার পরেই এদিন ওই দোকানে হানা দেয় রায়গঞ্জ থানার পুলিশ। গৌতম দাস নামে একজনকে এই চক্রের সাথে যুক্ত থাকার সন্দেহে আটক করে পুলিশ৷ রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু আধার কার্ড, কম্পিউটার, প্রিন্টার,স্ক্যানার বাজেয়াপ্ত করা হয়েছে ওই দোকান থেকে। এই চক্রের সাথে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Developed by