Breaking
24 Dec 2024, Tue

খুন করে প্রেমিকাদের মাটির নীচে পুঁতে রেখেছিল প্রেমিক, উদ্ধার হল কঙ্কাল !


জেএনএফ ওয়েব ডেস্ক  :- প্রেমিকাকে খুন করে দেহ লোপাট করেও শেষমেশ চার মাস বাদে কবর থেকে প্রেমিকার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। একই সাথে আর অন্য প্রেমিকার কম্বলে মোড়ানো অবস্থায় দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর শিলিগুড়ি মাটিগাড়া এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।জানাগেছে গত ৩১ শে আগস্ট চাঁদমণির এলাকার বাসিন্দা ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয়। মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিল। ঘটনায় তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিকেল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেপ্তার করে। তাকে জেরা করলে পুলিশ জানতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করেছিল অভিযুক্ত । এরপর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চার মাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত। এরপর তার দেওয়া বয়ান অনুযায়ী সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থানে আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। এরপর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে।

Developed by