জেএনএফ ওয়েব ডেস্ক :-উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঢুমডাংগী এলাকার অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে স্থানীয় কিছু যুবক বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করে অল ইন্ডিয়ার চিফ ইঞ্জিনিয়ার এর কাছে।তাদের দাবি অল ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে পশ্চিমবঙ্গ কে বঞ্চিত করা হয়েছে। সেখানে শুধু মাত্র আসামকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ তারা অয়েল ইন্ডিয়া অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।এবং তারপর তারা স্মারকলিপি প্রদান করেন ঢুম ডাংগী আধিকারিক এর মাধ্যম দিয়ে ওয়াল ইন্ডিয়ার চিফ ইঞ্জিনিয়ার এর কাছে। তাদের দাবি বাংলায় অনেক শিক্ষিত ও উপযুক্ত ছাত্র-ছাত্রী থাকা সত্বেও কেন বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। তারা এই মর্মে মুখ্যমন্ত্রীকে ও স্পিড পোস্ট এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করেছেন জাতে তাদের কিছু ভালো হয় মুখ্যমন্ত্রী যেন সেই কাজই করেন। এবং তারা আজ প্ল্যাকার্ড নিয়ে ওয়াল ইন্ডিয়ার মূল গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।