Breaking
27 Dec 2024, Fri

কিষান সংযুক্ত মোর্চার পাঞ্জিপারা বাজারে প্রকাশ্য সমাবেশের

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার গোয়ালপুকুর ব্লকের পান্জিপারা এলাকায় কিষান সংযুক্ত মোর্চার ডাকে আগামী ২৭তারিখ ভারত বন্দে এর যে ডাক দেওয়া হয়েছে তারই সমর্থনে পাঞ্জিপারা বাজারে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সংযুক্ত অভিক সাহা তিনি জানান ২৭ তারিখ ভারত বন্ধ হচ্ছে প্রত্যেকটি মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠানো হবে। তারা যেন এই ভারত বন্ধ সমর্থন করেন। কেরালার মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বন্ধ কে সমর্থন করবে তার বিশ্বাস। এবং তিনি বলেন সামনেই ধানের মরশুম পশ্চিমবঙ্গ সরকার যে নির্ধারিত মূল্য ধার্য করেছে ধানের জন্য তা বলবৎ হচ্ছেনা আমলাদের কারণে সেটা যেন বলবৎ হয় সেই বিষয়েও দেখবেন। এবং এরপর ভূটা ও আলুর মরশুম উত্তর দিনাজপুর জেলার বিশেষ করে ইসলামপুর মহাকুমার এই বিস্তীর্ণ এলাকায় ভুট্টা ও আলুর চাষ হয়ে থাকে সেটাও জানো ভালো দাম পায় কৃষকেরা সেই বিষয়েও সংযুক্ত কিষান মোর্চা দেখবে।
বাইট= অভিক সর্কার

Developed by