Breaking
27 Dec 2024, Fri

ফোন করে বাড়ি থেকে টোটো চালক কে ডেকে নিয়ে গিয়ে টোটো ছিনতাই, ছুরি মারার অভিযোগ

জেএনএফ ওয়েব ডেস্ক :-ফোন করে বাড়ি থেকে টোটো চালক কে ভাড়ায় যাবার জন্য ডেকে নিয়ে গিয়ে টোটো সহ মোবাইল ছিনতাই, দিতে না চাইলে ছুরি মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ। শান্তিপুর আর বলদার ঘটনা।জানা গেছে, তাহেরপুর থানার অন্তর্গত খিসমা অঞ্চলের মানিকতলা গ্রামে অখিল বিশ্বাস নামে এক টোটো চালকের ফোনে ভাড়ার জন্য ফোন আসে। অখিল বাবু সেই সময় বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার পূর্ব পরিচিত একজন তার ফোনে তাকে ভাড়ার জন্য ফোন করে। অখিল বাবু সেই ফোন পাওয়ার পরেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন। টোটো বীরনগর স্ট্যান্ডে এসে পৌঁছালে যথারীতি পূর্ব পরিচিত তিনজন তার টোটো তে ওঠে। অভিযোগ বিভিন্ন জায়গায় ঘোরার পর যখন প্রায় সন্ধ্যা হয়ে যায় সেই সময় আর বলদার কাছে উক্ত তিন ব্যক্তি অখিল বাবুর ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। উক্ত তিন ব্যক্তি অখিল বাবুর কাছ থেকে টোটো মোবাইলসহ টাকাপয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ অখিল বাবু দিতে না চাইলে উক্ত ব্যক্তিরা তাকে ছুরি মেরে টোটো মোবাইলসহ টাকাপয়সা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় অখিল বাবু শক্তি নগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Developed by