Breaking
1 Nov 2024, Fri

পরিশুদ্ধ পানীয় জল নিয়ে ব্যাপক সমস্যায় রানাঘাটের কলাইঘাটা এলাকার মানুষজন!

জেএনএফ ওয়েব ডেস্ক :-ঘোলা জল, তাতে আবার বেশির ভাগ সময়ই ঘুরে বেড়াচ্ছে কেঁচো এর মতন জলজ প্রাণী। আর সেই কারণেই পরিশুদ্ধ পানীয় জল নিয়ে ব্যাপক সমস্যায় রানাঘাট থানার হবিবপুর পঞ্চায়েত এর কলাইঘাটা এলাকার মানুষজন। সূত্রের খবর, কলাইঘাটা এলাকা আর্সেনিক কবলিত ঘোষণা করে এলাকার বিভিন্ন ডিপ টিউবওয়েল গুলিকে দীর্ঘদিন আগেই প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, এরপর পঞ্চায়েত এর তরফে জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ শুরু করলেও বর্তমানে তা ব্যবহার অযোগ্য বলেই অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত জল সরবরাহ তো দূর, বেশির ভাগ সময়ই ব্যবহার অযোগ্য জল সরবরাহ করছে পঞ্চায়েত। ফলে এই জল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। পরিস্থিতি এতটাই জটিল যে সুস্থ্ থাকার জন্য জল কিনে খেতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। যদিও পঞ্চায়েত এর তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Developed by