Breaking
27 Dec 2024, Fri

করোনার তৃতীয় ঢেউ আসার আগে জলপাইগুড়িতে ১২১ জন শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনার তৃতীয় ঢেউ এখনো আসেনি। তার আগেই জলপাইগুড়ি সদর হাসপাতালে  পেডিয়াট্রিক ইউনিট বা শিশু বিভাগে একসাথে ১২১ জন শিশুকে জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে। একসাথে এত শিশুর ভর্তি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের। রবিবারের তথ্য অনুযায়ী জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে ১২১ জন শিশুকে ভর্তি করা হয়েছে। একসঙ্গে এত শিশু ভর্তি হওয়ায় শনিবারই ৩০ শয্যার আলাদা বিভাগ চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দুপুরে ফের শিশুদের জন্য স্পেশাল ১৫টি শয্যা করা হয়। এ বিষয়ে এদিন জলপাইগুড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডক্টর রাহুল ভৌমিক বলেন,  সব শিশুদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং তার রিপোর্ট নেগেটিভ এসেছে। শিশুদের প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছেন সকলকে। এ সময় শিশুদের অনেকাংশে জ্বর হয়ে থাকতে পারে। তবু আমরা চিকিৎসায় কোন ফাঁক রাখছি না। সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসার বলে জানান তিনি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো শিশুর যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে দ্রুত হাসপাতালে আনার ব্যবস্থা করুন। এদিকে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ থেকেও জ্বরে আক্রান্ত শিশুদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

Developed by