জেএনএফ ওয়েব ডেস্ক : রাস্তায় প্রসাব করেন প্রতিবেশি। তার প্রতিবাদ করতে গিয়ে নিজেই জেলে ঢুকলেন এক প্রৌঢ়! ধৃতের নাম রাখহরি সিং। বয়স ৬১ বছর। বাড়ি বিনপুর থানার এঁড়েকুসুম গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিনপুর থানার এঁড়েকুসুম গ্রামের বাসিন্দা স্বরূপ মন্ডল। পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। আর ওই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর রাখহরি সিং। রাখহরির রাস্তায় প্রসাব করতে নিষেধ করেন প্রতিবেশি স্বরূপ মন্ডলকে। কিন্তু সেকথা কান দেয়নি স্বরূপ। উল্টে রাত দশটা নাগাদ মদ্যপান করে লাঠি হাতে রাখহরির বাড়িতে হাজির হয় স্বরূপ। রাখহরিকে ডাকার পর দরজা খুলতেই লাঠি দিয়ে আঘাত করে স্বরূপ মন্ডল। রাখহরি মাটিতে পড়ে যায়। তার চিৎকারে বাইরে বেরিয়ে আসেন রাখহরির স্ত্রী দুলু সিং। গন্ডগোলের আওয়াজ পেয়ে স্বরূপ মন্ডলের স্ত্রী সনু মন্ডলও বেরিয়ে আসেন। স্বরূপ রাখহরির স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে অন্ধকারে নিজেই নিজের স্ত্রীর উপরে লাঠির আঘাত দেয়। এর ফলে রক্তাক্ত হয়ে পড়ে সনু মন্ডল। তারপর হাসপাতালে গিয়ে চিকিৎসা করায়। এহেন ঘটনার সনু মন্ডল রাখহরি সিং এর বিরুদ্ধে বিনপুর থানায় লিখিত অভিযোগ করেন। ওই ঘটনায় পুলিশ রবিবার রাখহরিকে গ্রেফতার করে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। বিচারক চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রাখহরিকে।