Breaking
27 Dec 2024, Fri

নববধূকে ‘খুনের’ অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ার স্বামী, ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক


জেএনএফ ওয়েব ডেস্ক : নববধূকে সুকন্যা সেনাপতি মন্ডলকে ‘খুনের’ অভিযোগে গ্রেফতার হলেন ইঞ্জিনিয়ার স্বামী আকাশ মন্ডল। ঘটনাটি ঘটেছে বিনপুর থানার আঁধারিয়া গ্রামে। জানা গিয়েছে, গত ১৩ মার্চ ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শংঙ্করপুর গ্রামের উচ্চশিক্ষিত সুকন্যা সেনাপতির সাথে আঁধারিয়া বাসিন্দা আকাশ মন্ডলের বিয়ে হয়। সুকন্যা এমসিএ পাশ। মৃত সুকন্যার মা সুলেখা সেনাপতি থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন,‘‘গত ১৩ মার্চ মেয়ের বিয়ে দিয়েছিলাম দেখাশুনা করে। নগদ আড়াই লাখ টাকা, আট ভরি সোনা এবং আসবাবপত্র মেয়েকে দিয়েছিলাম। বিয়ের একমাস পর থেকে মেয়ের উপরে অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির লোকেরা আরো টাকা চাই মেয়ে ফোন করে জানাত। এমনকি মাঝে মধ্যে ফোন করে মেয়ে কাঁদতে কাঁদতে বলত,ওরা আমাকে বাঁচতে দেবে না, প্রাণে মেরে ফেলবে। আমরা বলেছিলাম শীঘ্রই এসে সব কিছুর ব্যবস্থা করব। জামাই ও তার দাদা ফোন করে হুমকি দেয় যেন মেয়েকে নিয়ে চলে যায়, নাহলে চিরতরে চলে যেতে হবে। তারপর দু’দিন ধরে মেয়েকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে প্রাণে মেরে দিয়েছে। গত ১০ সেপ্টেম্বর আমরা ঝাড়গ্রাম হাসপাতালে এসে দেখি মেয়ে মৃত এবং সারা শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।’’ মৃতের মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ গত ১১ সেপ্টেম্বর জামাইকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য বধূ নির্যাতন ও ডাওরি ডেথের ধারায় মামলা রুজু করেছে। রবিবার ধৃত জামাই আকাশ মন্ডলকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Developed by