Breaking
24 Dec 2024, Tue

ঘোকসাডাঙার চৈতন্য হাট বাজারে ব্যাবসায়ী ও টোটো চালকদের মারধরের  প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের

জেএনএফ ওয়েব ডেস্ক :-
ঘোকসাডাঙা অঞ্চলের চৈতন্য হাট বাজার এলাকায় রাতের দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য, এর প্রতিবাদে ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করলেন ঘোকসাডাঙ্গা এলাকার চৈতন্য হাট বাজারের গ্রামবাসীরা।জানা গেছে, কয়েকদিন ধরে মাথাভাঙ্গা দু নং ব্লকের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৈতন্য হাট বাজার এলাকায় সন্ধ্যার পর প্রতিদিন দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়।বাজারের দোকানদারের থেকে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা, টাকা না দিলেই বেধরক মারধর ও করেছেন। এলাকায় কোনো টোটো ও যানবাহন রাখতে দেওয়া হচ্ছে না, টোটো চালকদেরও মারধর করেছে বলে অভিযোগ, এমনকি গ্রামবাসীদের ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে দুষ্কৃতীরা । আর এসব হচ্ছে খোদ সিভিক ভলেন্টিয়ার এর সামনেই । সব কিছু দেখেও কেন নিরব দর্শক তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই ।চৈতন্য হাট বাজার কমিটির সদস্য রজনী সরকার জানান  আজকে আমাদের চৈতন্য হাট এলাকার সমস্ত ব্যবসায়ীরা ও গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল । সন্ধ্যার পর দুষ্কৃতী রা বাজারের দোকানে লুটপাট চালাচ্ছে এমনকি রাস্তার ওপর দাড়িয়ে থাকা টোটো চালকদের ওপরেও  হামলা করছে ।তাদের বিরুদ্ধে আইনগত উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।

Developed by