Breaking
25 Dec 2024, Wed

ক্রমেই বিঘ্নিত হচ্ছে জলপাইগুড়ি শহরের সুস্থ পরিবেশ,চারদিকে নেশার আঁতুড়ঘর!

জেএনএফ ওয়েব ডেস্ক :- ক্রমেই বিঘ্নিত হচ্ছে জলপাইগুড়ি শহরের সুস্থ পরিবেশ। চারদিকে নেশার আঁতুড়ঘর। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি শহরের ক্লাবগুলোর। রবিবার জলপাইগুড়ি শহরের বাইশটি ক্লাবের প্রতিনিধিরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হন আইনী শাসন লাগু করার দাবি জানিয়ে। প্রতিনিধিরা জানান, সম্প্রতি পান্ডাপাড়া এলাকায় টোটো চালকের ওপর আক্রমণ, পুলিশের গায়ে হাত ও পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনাগুলো প্রমাণ করে যে, আইনী শাসন কোন ভাবে বিঘ্নিত হচ্ছে শহরে। শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের যুবকরা নেশায় মেতেছে। তাতে বিঘ্নিত হচ্ছে সমাজ ব্যবস্থা ও ভবিষ্যৎ। এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে স্মারকলিপির মাধ্যমে।

Developed by