Breaking
25 Dec 2024, Wed

সরকারি প্রকল্পের সুবিধা নিতে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর সুবিধাভোগীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :-সরকারি প্রকল্পের সুবিধা নিতে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর সুবিধাভোগীদের।।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে দুয়ারের সরকারের ক্যাম্প সে মতোই রবিবার ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের দুই নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকারি  আবাসন পথসাথী বিল্ডিংএ বসেছিল দুয়ারের সরকারের ক্যাম্প। সেখানে গ্রাহকরা স্বাস্থ্য সাথীর কার্ডের  জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন।  কিছুক্ষণ শান্তভাবে ফর্ম ফিলাপের কাজ চললেও হঠাৎ এই লাইন ভাঙ্গা কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন দুয়ারে সরকারের কেম্পে আসা গ্রাহকরা।
ক্ষিপ্ত জনতা সরকারি আবাসন পথসাথী বিল্ডিংয়ের বেশ কয়েকটি কাচের জানলা,, দরজা ভাঙচুর করে। ঘটনার বেগতিক দেখে   খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়।। খবর  পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে  নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী ,,,অবশেষে  ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

Developed by