Breaking
26 Dec 2024, Thu

“বাংলার মেয়ে বাংলায় রবে ,ভবানিপুরে খেলা হবে “

” বাংলার মেয়ে বাংলায় রবে,
ভবানিপুরে খেলা হবে ” এই স্লোগান নিয়ে গোটা এলাকাজুড়ে প্রার্থী মমতা বন্দোপাধ্যায়কে ভোট দেওয়ার সমর্থনে দেওয়াল লিখন ও পোস্টারে ছেয়ে গিয়েছে। ভাবছেন ভবানিপুর বিধানসভা কেন্দ্রে এটাই তো স্বাভাবিক ছবি। কিন্তু না এটা কলকাতার ভবানিপুর বিধানসভা কেন্দ্রের ছবি নয়, এই ছবি দেখা গেল  উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক বিধানসভা চোপড়ার প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জে। ভবানিপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানিয়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকজুড়ে এমনই দেওয়াল লিখনের ছবি দেখা গেল। রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেবায় নিবেদিত প্রান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করতে ভবানিপুরের মানুষের কাছে আমাদের আবেদন জানাতেই এই দেওয়াল লিখন বলে জানালেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব। ভবানিপুরে জয়ী হতে যে বাইরের কেন্দ্রের লোক লাগবে, ভবানিপুরের নির্বাচনে চোপড়ায় মুখ্যমন্ত্রীর সমর্থনে দেওয়াল লিখন নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আগামী ৩০ সেপ্টেম্বর সামসেরগঞ্জ, জঙ্গীপুর ও ভবানিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।  সারা রাজ্য তথা দেশের মানুষের নজর ভবানিপুর বিধানসভার উপনির্বাচনকে ঘিরেই। কারন টা সকলেরই জানা, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে নিজের পুরোনো কেন্দ্র ভবানিপুর থেকে উপনির্বাচনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  তাঁর নির্বাচনী কেন্দ্রে ইতিমধ্যেই দেওয়াল লিখন, পোস্টার ব্যানার ও প্রচারে ঝড় তুলে দিয়েছে তৃনমূল কংগ্রেসের সৈনিকেরা। এবার সেই ভবানিপুর বিধানসভা উপনির্বাচনের আঁচ এসে পৌঁছেছে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে চোপড়া বিধানসভা এলাকাতেও। চোপড়া বিধানসভার বিভিন্ন গ্রামজুড়ে দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সমর্থনে ভোটের প্রচার।  কিন্তু এখানে এই চোপড়ায় তো ভবানিপুরের কোনও ভোটার নেই!  তাহলে এখানে মুখ্যমন্ত্রীর ভোটের প্রচার কেন এর উত্তরে স্থানীয় তৃনমূল নেতৃত্ব জানালেন গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্যসাথী থেকে বিনা পয়সায় রেশন সহ সব সুবিধা দিয়েছেন মুখ্যমন্ত্রী।  ভবানিপুরের ভোটার ও বাসিন্দাদের কাছে আমাদের আবেদন সব কাজ ছেড়ে এখন শুধুই মুখ্যমন্ত্রীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। চোপড়ায় মুখ্যমন্ত্রীর ভোটের প্রচার সম্পর্কে বিজেপির কটাক্ষ এখন মুখ্যমন্ত্রীকে জয়ী করতে বাইরের জেলার মানুষকে প্রয়োজন হচ্ছে। চোপড়ায় ভবানিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃনমূলের ভোটের এটা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয়।

Developed by