Breaking
25 Dec 2024, Wed

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো  সদর ট্রাফিক পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো  সদর ট্রাফিক পুলিশ । সদর ট্রাফিক পুলিশ, লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিসের যৌথ উদ্যোগে  রবিবার থানামোড়ে সদর ট্রাফিক অফিসে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । শিবিরে রক্তদান করে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালী । রক্তদাতাদের উপহার স্বরূপ গাছের চারা স্যানিটাইজার, মাস্ক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।  এদিনের শিবিরে স্বত:স্ফূর্তভাবে রক্তদান করেন পুলিশ কর্মীরা সিভিক ভলেন্টিয়াসরা সহ সাধারণ মানুষ । উপস্থিত ছিলেন অতিরিক্তপুলিশ সুপার পলাশ চন্দ  ঢালি , আইসি অর্ঘ্য সরকার, ওসি ট্রাফিক বাপ্পা সাহা, ওসি হাইওয়ে সুজিত মিত্র  সহ পুলিশ আধিকারিকরা।

Developed by