Breaking
24 Dec 2024, Tue

যে রাঁধে সে চুলও বাঁধে!

জেএনএফ ওয়েব ডেস্ক :-কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের বোয়ালদাড় নিবেদিতা মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির সদস্যারা রান্না, করা, চুল বাধা সহ সাংসারিক সমস্ত কাজকর্ম করার পাশাপাশি
সংঘ সমবায় তৈরি করে তারা নিজেদের স্বনির্ভর করে তুলেছেন। এই সংঘ সমবায়ের  মাধ্যমে গাপ্পি মাছ  চাষ করে একধারে যেমন তারা গাপ্পি মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের লড়াইয়ে তারা একটি উল্লেখযোগ্য সৈনিক হিসেবে দাঁড়িয়ে আছে।  নিজেদের স্বনির্ভর করতেও তারা এই মাছ চাষে হাতিয়ার করেছে। জানা গেছে তাদের চাষ করা ৬৪ হাজার গাপ্পি মাছ ইতিমধ্যেই জেলা  পরিষদ  কিনে তা পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদে বিলি করেছে। মাছ চাষে এই মহিলা সমবায় সমিতি কে  সাহায্য করেছে দক্ষিণ দিনাজপুর  আনন্দধারা প্রকল্প ও বালুরঘাট ব্লক প্রশাসন বলে জানা গেছে। বালুরঘাট ব্লকের মৎস দপ্তর এই সমবায় কে  ৫ হাজার গাপ্পি  মাছ প্রদান করেছিল। আর সেই মাছ চাষ করে তারা ইতিমধ্যেই এক লক্ষের বেশি মাছ তৈরিতে সক্ষম হয়েছে। আর সেখান থেকেই  ৬৪ হাজার মাছ ইতিমধ্যেই তারা বিক্রি করে ফেলেছে। এখনো তারা ১ লক্ষের বেশি মাছ বিক্রি করতে সক্ষম। এর আগে দিনাজপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার ক্ষেত্রে অন্য জেলার ওপর নির্ভর করতে হতো বোয়ালদাড় নিবেদিতা মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুর জেলা মধ্যেই গাপ্পি মাছ চাষের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ  হয়েছে। এমনকি পার্শ্ববর্তী জেলাগুলিতেও মাছ বিক্রি করতেও এই মুহূর্তে তৈরি দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের এই মহিলা  সমবায় । তাই বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের এই মহিলা সমবায় নিজেদের স্বনির্ভর করার পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর  হওয়ার ক্ষেত্রে  উৎসাহিত করে চলেছে।

Developed by