Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামে সরকারি জমি বেআইনি ভাবে ‘বিক্রি’র অভিযোগে আনন্দপল্লী থেকে দেবু সরেনকে গ্রেফতার করল পুলিশ!


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রামে সরকারি জমি বেআইনি ভাবে ‘বিক্রি’র অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতের নাম দেবু সরেন। তার বাড়ি ঝাড়গ্রাম শহরের আনন্দপল্লী এলাকায়। গত ৮ সেপ্টেম্বর ঝাড়গ্রামের বিএলআরও রামকৃষ্ণ মন্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবু সরেনেকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে অন্য এলাকার বাসিন্দারা অনন্দপল্লী এলাকায় এসে সরকারি জমিতে বেআইনি ভাবে বাড়ি তৈরি করছে। বিএলআরও লিখিত অভিযোগে, জামবনি ব্লকের বড়শোলের বাসিন্দা কাকলি মাহাতো এবং জামবনি ব্লকের সরাকাটা গ্রামের বাসিন্দা সুপর্ণা মাহাতোর নাম উল্লেখ করেছেন। পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ধৃত দেবু সরেনকে শনিবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Developed by