Breaking
25 Dec 2024, Wed

লোন দেওয়ার প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে কেশপুরের স্বপন রায়কে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ!


জেএনএফ ওয়েব ডেস্ক : লোন দেওয়ার প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ধৃতের নাম স্বপন রায়। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বেলডোবা গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার কোতয়ালি থানার অন্তর্গত শিরোমনি গ্রামের বাসিন্দা হরপ্রসাদ জানা গত শুক্রবার ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে হরপ্রসাদ জানা জানিয়েছেন,‘ইউকো ব্যাঙ্কের কর্মী স্বপনকুমার রায় লোন দেওয়ার নাম করে ৬ লাখ টাকা নিয়েছে।’ অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। শনিবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয় ধৃতকে। বিচারক মামলার তদন্তের স্বার্থে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Developed by