জেএনএফ ওয়েব ডেস্ক : ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন। কেউ ছেলের পড়ার জন্য। কেউ বা দোকান তৈরি করতে। কেউ বা বাড়ি বানাতে। এরকমই একাধিক বিষয়ে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার পর কেউ পরিশোধ করেছেন। কিন্তু নো-অবজেকশন সার্টিফিকেট হাতে পায়নি। আবার অনেকে পরিশোধও করেননি। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের মানি সুটের মামলা করেছিল। কিন্তু অনেকে টাকা পরিশোধ করলেও সেই মামলার নিষ্পত্তি হয়নি। যার জেরে সাধারণ গ্রাহকরা হন্যে হয়ে ঘুরছিলেন। কি করবেন বুঝে পাচ্ছিলেন না! এই সব বিষয়ের মামলা গুলি নিয়ে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় শনিবার ঝাড়গ্রাম জেলা আদালত প্রাঙ্গনে জাতীয় লোক আদালতের সাতটি বেঞ্চের মাধ্যমে ব্যাঙ্ক সংক্রান্ত প্রি-লিটিগেশন ৮৮টি এবং পোস্ট লিটিগেশন ৪৩টি মামলার নিষ্পত্তি করা হয় এবং উদ্ধার হয় ৩১ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকা। এর ফলে ঋণের দায় থেকে যেমন মুক্তি পেলেন সাধারণ গ্রাহকরা তেমনি মামলারও নিষ্পত্তিও হল। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীল কুমার শর্মা বলেন,‘ব্যাঙ্ক, পুরোনো ক্রিমিনাল মামলা, এমভি অ্যাক্টের মামলা মিলে মোট ১৮৯ টি মামলার নিষ্পত্তি করা হয়েছে এদিন। পাশাপাশি উদ্ধার করা সম্ভব হয়েছে ৩১ লাখ ৯২ হাজার ৭০ টাকা। এরমধ্যে আমরা এদিনই ৭ লাখ ১৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করতে পেরেছি।’