Breaking
26 Dec 2024, Thu

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক দিবস ও নবীন বরণ উৎসব পালন

জেএনএফ ওয়েব ডেস্ক :-সারা দেশ জুড়ে ৫ই সেপ্টেম্বর সথাযথ মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করা হচ্ছে।সেই অনুসারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক দিবস ও নবীন বরণ উৎসব পালন করা হয়। এদিনের ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মাদ্রাসা সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান,জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুন,প্রাথমিক শিক্ষক সংগঠনের একাধিক নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকা। বিধায়ক শিক্ষক দিবস উপলক্ষ্যে জেলার বেশ কিছু শিক্ষক ও শিক্ষিকাদের শুভেচ্ছা দেন।তিনি আরও বলেন ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন স্মৃতিচারণা করেন। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত নতুন শিক্ষক ও প্রধান শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি আজ ইসলামপুর মহাকুমা হাসপাতালে সাফাই কর্মীদের ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় শুভেচ্ছা জ্ঞাপন করেন ইসলামপুরের প্রাক্তন কাউন্সিলর মেহতাব চৌধুরী।

বাইট: রাজ্য মাদ্রাসা সংখ্যালঘু মন্ত্রী গোলাম রব্বানী।

Developed by