Breaking
26 Dec 2024, Thu

৩৪ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চালকের

জেএনএফ ওয়েব ডেস্ক :-উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত টুনিভিটা ৩৪ নং জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক টেইলার গারি চালকের। ঘটনার জেরে জাতীয় সড়কে জানযটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। যানাযায়, টেলার গারিটি ডালখোলার দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে আসা একটি ট্রাক রায়গঞ্জের দিকে যাচ্ছিল হঠাৎ করে রং সাইডে গিয়ে টেলার গারিটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় চালক। স্থানীয়রা দ্রুত টেলার গারির চালককে উদ্ধার করে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যানাযায় মৃত গারি চালকের নাম বিকাশ প্রসাদ যাদব, তিনি বিহারের বাসিন্দা। ময়না তদন্তের জন্য মৃত দেহটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একেরপর এক দুর্ঘটনা ঘটেই চলেছে করনদিঘী ব্লক 34 নং জাতীয় সড়কে । একদিকে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ অন্য দিকে ডালখোলা রেলগেটের জ্যাম। দীর্ঘখন জ্যামে থাকার পর চালকেরা দ্রুতগতিতে গারি চালায়। ফলে এই দূর্ঘটনা ঘটে চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

Developed by