Breaking
25 Dec 2024, Wed

শিক্ষক দিবসের দিনে বিক্ষোভ প্রদর্শন বঞ্চিত শিক্ষিকা এবং শিক্ষকদের

জেএনএফ ওয়েব ডেস্ক :-আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক‍্যমুক্ত মঞ্চের সদস‍্য ও সদস‍্যাদের চাকরির দাবিতে রাস্তায় বসে মৌন বিক্ষোভ সমাবেশ পালন করতে দেখা গেল। চাকরির দাবিতে এর আগেও কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে, কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক‍্যমুক্ত মঞ্চের পক্ষ‍্যে থেকে বিক্ষোভ সমাবেশ পালন করে, কিন্তু, এখনো অবধি তাদের কে সরকারের পক্ষ‍্যে থেকে কোনো রকম সদুত্তর মেলেনি, এবং তাদের কে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ‍্যে থেকে। আজ বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে কৃষ্ণনগর প্রাথমিক টেট উওীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক‍্যমুক্ত মঞ্চের সদস‍্যা সঙ্গীতা ঘোষ বলেন, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এর আগেও আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। যে শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস পালন করা হয়, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আজ বঞ্চিত। অবিলম্বে আমাদের নিয়োগ করার ব্যবস্থা করুক রাজ্য সরকার। না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো।

Developed by