জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা আবহে রাজ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তারই মাঝে স্কুলের পঞ্চাশ বছর পূর্তিতে ছাত্র ছাত্রীদের হাইটেক ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শেখানোর উদ্যোগ নিলো নদিয়ার শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের সূত্রগড় এলাকায় 1972 সালে স্থাপিত হয় ডাঃ রমেশ চন্দ্র বঙ্গস্মৃতি প্রাথমিক বিদ্যালয় আর 2022 সালে তা পঞ্চাশ বছর পূর্ণ হবে। আর বিদ্যালয়ের সেই পঞ্চাশ বছর পূর্তি কে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীদের হাইটেক পদ্ধতিতে শিক্ষা দানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই স্কুলে ফ্রি ওয়াইফাই পরিষেবা সহ প্রাথমিক ভাবে একটি শ্রেণীকে এন্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করে অডিও ভিজুয়াল পদ্ধতিতে শিক্ষা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয় কতৃপক্ষের দাবি আগামী এক বছরে সমস্ত শ্রেণীতেই এই পদ্ধতি ব্যবহার করা হবে। করোনা আবহে ইতিমধ্যেই অনলাইনে শিক্ষাদান শুরু হয়েছে। এবার তার সাথে প্রাথমিক স্কুলেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার ছাত্রছাত্রীদের জন্য এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।