Breaking
24 Dec 2024, Tue

লক্ষী ভান্ডার কে কটাক্ষ করে গান বাঁধলেন হরিণঘাটা বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার

জেএনএফ ওয়েব ডেস্ক :-দেখো আজ ভাই লক্ষীর ভান্ডারে কত অসহায় লক্ষী প্রমাণ মিলল এবারে।
মুখ্যমন্ত্রীর প্রকল্প লক্ষী ভান্ডার কে কটাক্ষ করে গান বাঁধলেন হরিণঘাটা বিজেপির বিধায়ক কবিয়াল অসীম সরকার। পাশাপাশি তাঁর গানের মাধ্যমে উঠে এসেছে প্রশাসনের তাড়া খেয়ে লক্ষ্মী আজ পদপৃষ্ট এছাড়াও ত্রাণ চাইনা পরিত্রান চাই স্বনির্ভর হতে চাই। ঠিক এই ভাষাতেই গান বেঁধেছেন। উল্লেখ্য লক্ষীর ভান্ডার এবং দুয়ারের সরকারের আবেদনপত্র জমা নেয়ার কাজ দীর্ঘদিন ধরেই চলছে গোটা রাজ্য জুড়ে। একাধিক বার কোন বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই এবার গান বাঁধলেন অসীম সরকার। তিনি বলেন, মেয়েরা লক্ষ্মীর জাত। কিন্তু প্রতিটি মহিলা পাঁচশো এবং হাজার টাকার জন্য যেভাবে ছুটে চলেছেন তাতে একদিকে যেমন তারা হয়রানি হচ্ছে এবং অন্যদিকে করোনা সংক্রমনের আশংকা দীর্ঘ বেড়ে যাচ্ছে। এটা খুব আশঙ্কাজনক।

Developed by