জেএনএফ ওয়েব ডেস্ক :-ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ বিধাননগর থানার পুলিশ। শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়ায় ৩১ নং জাতীয় সড়কের উপর অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি ১৪ চাকা ট্রাক আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মা টিক। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপর ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাক থেকে প্রায় ৮০ লক্ষ টাকার বার্মা টিক(সেগুন) উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া টিকগুলো ইসলামপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।