Breaking
24 Dec 2024, Tue

“বার্ড ফটোগ্রাফার অফ দা ইয়ার ২০২১” এর শিরোপা এবার জলপাইগুড়ি শহরে

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিশ্বের অন্যতম সেরা এবং সম্মানজনক ফটোগ্রাফি প্রতিযোগিতা “বার্ড ফটোগ্রাফার অফ দা ইয়ার ২০২১” এর শিরোপা এবার জলপাইগুড়ি শহরে। পেশায় বিমাকর্মী, নেশায় পাখি ও বন্যপ্রাণী চিত্রগ্রাহক জলপাইগুড়ির ডি বি সি রোডের বাসিন্দা মৌসম রায় বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার অন্যতম বিভাগ “বার্ড  বিহেভিওর” বা পাখির চারিত্রিক বৈশিষ্ট্য  বিষয়ে ক্যাটাগরি উইনার হিসেবে গোল্ড এওয়ার্ড লাভ করেছেন। পৃথিবীর ৭৩টি দেশ থেকে ২২০০০ ছবির মধ্যে মৌসমের ছবিটি নির্বাচিত হয়েছে। গতকাল গভীর রাতে ব্রিস্টল শহরে  প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে। সেখানে মৌসমের তোলা মৌটুসী পাখির “ফ্লোরাল বাথটাব” শীর্ষক ছবিটি এই শিরোপা পেয়েছে। ইতিপূর্বে ভারতবর্ষের কোনো চিত্রগ্রাহক এই পুরস্কার লাভ করেন নি। এক দশক যাবৎ বন্যপ্রাণী ও পাখির ছবি তোলার নেশায় মগ্ন মৌসম এর আগে স্যানচুয়ারী এশিয়া, ইন্ডিয়া ফটোগ্রাফি এওয়ার্ড, গজ যাত্রা, এক্সপোজার ইত্যাদি প্রতিযোগিতায় পুরস্কার লাভ করলেও এত বড় প্রতিযোগিতায় গোল্ড এওয়ার্ড পাবার সাফল্য এবারই প্রথম।

Developed by