Breaking
25 Dec 2024, Wed

প্রেমিকার ছলানায় ধোঁকা খেয়ে আত্মঘাতী যুবক!

জেএনএফ ওয়েব ডেস্ক :- দুই ব্যাক্তির প্ররচনায় পড়ে জেল খেটে  ও ভালো বেসে প্রেমিকার ছলানায় ধোঁকা খেয়ে অভিযুক্ত দের বিরুদ্ধে সুসাইট নোটলেখে আত্বঘাতী হলেন এক যুবক এদিন সকাল নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার ভদ্রশিলা রানিপুর ড মেঘনাথ সাহা কলেজ মোড় এলাকায়। স্হানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে এলাকার বাসিন্দা রঞ্জন দাসের ছেলে পলাশ দাস (২৫) শিক্ষিত যুবক কলেজ মোড় এলাকায় কম্পিউটার নেটওয়ার্ক এর দোকান থাকালেও কোন দুই ব্যাক্তির প্ররচনায় পড়ে ক্রাইম ব্রাঞ্চ এর পুলিশের জালে পড়ে জেল খাটে বছর খানেক কিছু দিন আগে বাড়িতে আসলেও দীর্ঘ দিনের প্রেমিকা আবার ধোঁকা দেয় বলে এলাকার বাসিন্দারা জানান এমন অবস্থায় বাড়িতে দুসচিন্তা নিয়ে থাকলেও শনিবার সকাল বেলা ঘুম থেকে উঠলেও নিজের হাতে লেখা হুসাইন নোট নিয়ে ব্রাশ করার নাম করে বাড়ির পেছনে বাগানে গিয়ে হাতে থাকা গামছা দিয়ে আম গাছে ফাঁস লাগিয়ে আত্বহত্যা করলে পরিবারের লোকজন দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পরে, খবর জানা জানি হতেই এলাকার সাধারণ মানুষ ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায়, ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Developed by